Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫
# ফাইল ফটো



যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিনি যতটুকু দেখেছেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, সশস্ত্র হামলা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হবে বলে তিনি আশা করছেন।


আসিফ মাহমুদ বলেন, গোপালগঞ্জে

যা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে ঘটনাস্থল থেকে সবাইকে অপসারণ করতে পেরেছে। ফলে বাহিনীর ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন নেই। 


বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও ইকোসিস্টেম’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আসিফ মাহমুদ।


আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। দেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশ চলবে এমনটা আমরা প্রত্যাশা করি। হামলায় জড়িতরা গ্রেফতার হবে। অপরাধীদের ধরতে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।


নৌকা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশ নাগরিক হিসেবে এটিকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে মনে করি। নৌকা মার্কা ব্যবহার করে একটি রাজনৈতিক দল তিন দফা মানুষের ভোটাধিকার হরণ করেছে। সেই মার্কাটিকে রাখা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

৩ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন