ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেল ৪টা ৫২মিনিটে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত
ট্রেনটির ৯টি বগির মধ্যে ৭টি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আর দুটি বগির মেরামত কাজ শেষ করে পরে রওনা করবে।৮ ঘন্টা আগে বুধবার, জুলাই ৯, ২০২৫