Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বিভাগ

চৌদ্দগ্রাম পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অবৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
৫ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর শাখা ও চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে  কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগকে নির্দেশ

দেয়া হয়েছে ।

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এ বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী হওয়ায় এ কমিটিগুলো অবৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে,  চলতি বছরের ৩১ জানুয়ারি মো: জোবায়ের হোসেন শুভকে সভাপতি ও মো: জামসেদ হোসেন নয়নকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট পৌর শাখা কমিটি এবং কাজী শামিম ফিরোজকে সভাপতি ও মো: রিয়াদ পাটোয়ারিকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তৌফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাউছার হানিফ।

৫ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন