অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ সরকার।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
তৌহিদ হোসেন বলেন, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া
রোহিঙ্গাদের ফেরত পাঠানোই সমস্যার একমাত্র সমাধান। তিনি আরও বলেন, বাংলাদেশ আশা করে যে রোহিঙ্গা সংকট সমাধানে চীন আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালন করবে।এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার খুব শিগগিরই আইনশৃঙ্খলাসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, কোভিড মহামারী থেকে শুরু করে অন্যান্য সংকটময় পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
২৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫