Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মুক্তমত ও ফিচার

(বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি)- “আমার প্রস্তাবনা বিএনপি'র জ্ঞাতার্থে ”

বেলায়েত হোসেন:
৩ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো





দেশবাসী খুশি হবে আরো কঠিন থেকে কঠোরতর ব্যবস্থা নিলে দুর্নীতিবাজ এবং অযোগ্যদের বিরুদ্ধে।। 


প্রয়োজনে এই সংক্রান্ত একটি আলাদা সেল গঠন করা যেতে পারে যেখানে


 শুধুমাত্র নিবেদিত প্রাণ ও পরীক্ষিত মরহুম শহীদ জিয়ার সৈনিকগণ


 যাদের বিএনপি'র  রাজনৈতিক  অভিজ্ঞতা কমপক্ষে ১৫ বছরের অধিক তাদের অভিযোগ ই আমলে নেয়া হবে।। 

গণহারে  করলে কাজের কাজ

কিছুই হবে না।। 


আমার প্রস্তাবনাটি ভেবে দেখার জন্য বিনীত অনুরোধ জানাই।। 


আমি বৃহত্তর কুমিল্লা জেলার অভিজ্ঞতার আলোকে নির্যাতিত চাকরিচুতো 

একজন সাবেক বিশ্ববিদ্যালয় এর শিক্ষক(বর্তমানে সম্মান লড়াইয়ের সংগ্রামে লিপ্ত আছি)  হিসেবে  বলছি।। 


যেহেতু আমি কুমিল্লা শহরে বসবাস করতে বাইধ্য হয়েছিলাম  গত ১৫ বছর বৈষম্যের শিকার হয়ে নিজগৃহে,,,, নিজ শহরে।।


 মনের আনন্দে পুরো জেলা জুড়ে ঘুরে বেড়িয়েছি প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে 


মিশেছি জন মানুষের সাথে কথা বলে সময় কাটিয়েছি, 

খেটে খাওয়া মানুষ কৃষক মজুর শ্রমিক নিম্নস্তরের কর্মজীবী যারা(সত্যিকারের ভোটার বিএনপি'র) 


 প্রকৃত অর্থেই বিএনপি দলটাকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মন থেকে ভালবাসে ও পছন্দ করে এবং তার সুস্থতার জন্য নিরবে নিভৃতে 


 পল্লী এলাকায় বসবাস করেই দোয়া করে।। 


( সেজন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,,,,, আমার এই প্রস্তাবনা,,,, শতভাগ কাজে আসবেই।।র  


আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট থেকে :২০০৫ সালে বিএনপি প্যানেল থেকে নির্বাচন করি,এবং 

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হই,,,, ,,, যার পুরস্কার হিসেবে প্রফেসর ডক্টর জাফর ইকবাল আমাকে ২০০৯ সালে অন্যায় ভাবে সিলেট ছাড়া করেন চাকরি হারা করে সাবেক করে ন।। 


আমার সাংগঠনিক দক্ষতার প্রমাণ আমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখিয়ে


 প্রফেসর ডক্টর জাফর ইকবাল এর চোখে চোখ রেখে প্রতিবাদ করি যার পুরস্কার আমাকে দেওয়া হয়,,,,,


 আমার পরিবারকে এবং আমাকে  রিক্ত নিঃস্ব  অসহায় করে দিয়ে,,,,,


 শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমাকে সর্বস্ব হারাতে হয়,,,, আজ আমি সম্পূর্ণ একা,,,, 


সরকারি চাকরি হারতে হয়েছিল বলে 


আমার উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয়  শিক্ষক তুমি তোমার বিএনপি নিয়ে থাকো,,,,, বলে আমার মেয়েকে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়,,,,,,,!!!!)


আর ১৫ ই আগস্টের পর আমি প্রথম বাংলাদেশ র‍্যাব এর আমন্ত্রণে প্রকাশ্যে প্রফেসর ডঃ জাফর ইকবালের বিরুদ্ধে মুখ খুলে একটি ভিডিও ক্লিপিং ইউটিউব এর মাধ্যমে পাবলিক করি।।


আমি বাংলাদেশেই থাকি ঢাকা শহরে কিন্তু প্রফেসর ডক্টর জাফর ইকবালকে বাংলাদেশ ছাড়া করতে বাধ্য করি।। 


প্রয়োজনে বিএনপি'র জন্য 24 ঘন্টা সময় নিয়ে কাজ করতে প্রস্তুত যদি বিএনপি আমাকে সুযোগ করে দেয় সাধারণ একজন কর্মী হিসেবে।। 


তবে আমার নিজ জেলা কুমিল্লায় নয়।। বৃহত্তর পরিমন্ডলে  আমি আমার অবদান রাখতে চাই।। 


 (আমি কেন্দ্র থেকে পুরো বাংলাদেশেই সাংগঠনিক কাজে সাধারণ একজন কর্মী হিসেবে ভূমিকা রেখে যেতে  আগ্রহী) 


(কেন্দ্র থেকে কুমিল্লার দায়িত্ব দেয়া হলে তখন আমার কোন সমস্যা নেই বরং আমার দল বিএনপি উপকৃত হবে।।) 


আমি কোন পদ পদবী নিয়ে কাজ করতে আগ্রহী নই দায়িত্ব নিয়ে কেন্দ্র থেকে সাংগঠনিকভাবে সাধারণ একজন কর্মী হিসেবে কাজ করতে ইচ্ছুক।।


আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে কি এই সুযোগ টুকু করে দিবে!!!!?????


(বেলায়েত হোসেন) 

বিএনপি করার অপরাধে চাকরি থেকে বিতাড়িত  বিশ্ববিদ্যালয় শিক্ষক।। 

 জাফর ইকবাল কর্তৃক।।)

৩ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন