খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চলতি বছরের আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। এ কর্মসূচি ৬ মাস পর্যন্ত চলবে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় আগামী ৬ মাস ৫৫ লাখ পরিবারকে কেজি প্রতি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল
দেয়া হবে।বাজার স্থিতিশীল রাখতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
১ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫